সুপার এইটের বাচা মরার ম্যাচে ভারতের কাছে অ্যান্টিগায় পাত্তাই পায়নি বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯৬ রানের বিশাল পুঁজি গড়ে রোহিত-কোহলিরা। জবাবে ৯ ব্যাটার নিয়ে পুরো ২০ ওভার ব্যাট করেও ১৪৬ রানের বেশি করতে পারেনি শান্ত-সাকিবরা।
জয়ের স্বপ্নে বিভোর থাকা দলের এমন বিবর্ণ পারফরম্যান্সের কারণে টিম সিলেকশন পড়েছে প্রশ্নের মুখে। কারণ স্পিডস্টার তাসকিনকে বসিয়ে এদিন দলে অতিরিক্ত ব্যাটার যুক্ত করা হয়। ভারতের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে যেন অসহায় সাকিব আল হাসান।
সাকিব বলেন, 'যখন ১৮০-২০০ রানের উইকেটে খেলাগুলো হয়, তখন আমরা পিছিয়ে যাই। ১৩০-১৫০ হলে আমরা ভালো খেলি। কারণ এমন উইকেটে আমরা অভ্যস্ত। বড় স্কোরের চিন্তা আমাদের থাকে না।'
টস জিতে ফিল্ডিং নেওয়ার সময় প্রতিপক্ষকে ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে আটকে রাখার পরিকল্পনার কথা জানান অধিনায়ক শান্ত। যদিও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথমে ব্যাটিং করাটাকেই যুক্তিযুক্ত মনে করেন দেশসেরা অলরাউন্ডার।
সাকিব আরও বলেন, 'আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন ক্যারিবিয়ানে দুই একটা ম্যাচ ছাড়া শুরুতে ব্যাটিং নেওয়া ট্রেন্ড বেশিরভাগ দলের। ইংল্যান্ড শুধু ১৮০ তাড়া করেছিল। পরিসংখ্যান দেখলে আগে ব্যাট করাই আদর্শ হতো। অধিনায়ক ও কোচ হয়তো অন্যভাবে চিন্তা করেছেন। আমরা ভেবেছি তাদের নাগালের মধ্যে আটকে রাখতে পারবো।'
ভিরাট কোহলি ও রোহিত শর্মার সামনে সবাইকে অবাক করে শান্ত প্রথম দুই ওভার দেন দুই স্পিনারকে। তাতে আগ্রাসী শুরুতে মোমেন্টাম পেয়ে যায় ভারত। যদিও এই সিদ্ধান্তের পক্ষেই সাফাই সাবেক অধিনায়কের।
তিনি বলেন, 'প্রথম দুই ওভারে দুইটা উইকেট আমরা নিয়েছি। তখন মনে হয়েছে বোলিং নিয়ে ভালোই হয়েছে। আবার পরে যখন উইকেট পড়নি তখন মন হলো ব্যাটিং নিলে ভালো হতো। দল ভালো করলে অধিনায়কের ক্রেডিট আবার করলেও সমালোচনা হয়। এটা খুব সাধারণ প্রক্রিয়া।'
দেড় যুগ পরে সুপার এইটের স্বাদ পাওয়া দলটি বিশ্বকাপ যাত্রা শেষ করতে চায় আফগানদের হারিয়ে। দুই দলের বর্তমান ফর্ম বিবেচনায় যেটি কঠিন হলেও আশাবাদী সাকিব।