দেশে এখন
0

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, তবে ভোগান্তিতে ঘরমুখো মানুষ

কয়েকদিনের চলমান তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজলো নগরবাসী। আজ (বৃহস্পতিবার, ১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

তবে স্বস্তির বৃষ্টি অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ঈদের আগে ঘরমুখো মানুষের ভিড় ছিল রাজধানীর বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন ও সদরঘাটে ছিল ব্যাপক জনসমাগম। এসব মানুষ বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন।

গত কয়েকদিন ধরে চলা গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ ছিল নগরবাসী। সেই গরমের পর আজকের রাজধানীতে যেন স্বস্তি ফিরে আসে। অবশ্য ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।

এর মধ্যে মতিঝিল, কারওয়ান বাজার, মোহাম্মদপুর, ধানমন্ডি, তেজগাঁও, যাত্রাবাড়িসহ অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা যায়।

বৃষ্টির প্রভাব পড়ে কোরবানির পশুহাটগুলোয়ও। সন্ধ্যার পর থেকে বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, পশুহাটে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় বিক্রি-বাট্টায় প্রভাব পড়ার আশঙ্কা করছেন হাটে আসা ব্যবসায়ীরা।

এসএস