ক্রিকেট
এখন মাঠে
0

উগান্ডাকে বড় ব্যবধানে হারিয়েছে উইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবাগত দল উগান্ডা। নিজেদের প্রথম আসরে তেমন কিছু হারানোর নেই বললেই চলে দলটির। কিন্তু সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জায় নিশ্চয়ই ডুবতে চায়নি ব্রায়ান মাসাবার দল। ক্যারিবীয়দের বিপক্ষে মাত্র ৩৯ রানেই গুটিয়ে গেছে পূর্ব আফ্রিকার দেশটি। এক দশক আগে সমান ৩৯ রানে শ্রীলঙ্কার বিপক্ষে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস।

বিশ্বকাপের অন্যতম সফল দল উইন্ডিজের কাছে ১৩৪ রানের বড় ব্যবধানে হেরেছে উগান্ডা।

তাদের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেন। বাহাতি এই বোলার একাই নিয়েছেন ৫ উইকেট। বিনিময়ে দিয়েছেন মাত্র ১১ রান। জোসেপ ২টি আর শিপহার্ড, রাসেল ও মটি নিয়েছেন একটি করে উইকেট।

উইন্ডিজের হয়ে কোনো ব্যাটারই ফিফটির দেখা পাননি। তারপরও কুড়ি ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রানের পুঁজি পায় রভম্যান পাওয়েলের দল।

দলটির হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন জনসন চার্লস। তাছাড়া , নিকোলাস পুরান, রাদারফোর্ড, রাসেলরা ধারাবাহিকভাবে রান পেয়েছেন।

ইএ