কিংসটন ওভালে টস হেরে ব্যাটে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। ম্যাচের ৪ ওভার ৫ বলেই ৭০ রান করে দুই ওপেনার। ব্যক্তিগত ৩৪ রান করা ট্রাভেস হেডকে বোল্ড করে প্রথম ব্রেকথ্রু আনেন জাফরা আরচার।
এরপর মাত্র ৪ রানেই আউট হন ওয়ার্নার। ১৬ বলে ৩৯ রান করে ভয়ঙ্কর হয়ে ওঠা ওয়ার্নকে থামান মঈন আলী। হাল ধরেন অধিনায়ক মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। মার্শ ৩৫ রানে আউট হলে ভেঙে যায় জুটি। ২৮ করে ফেরেন ম্যাক্সওয়েলও।
শেষদিকে স্টয়নিসের ক্যামিও ৩০ ও ম্যাথু ওয়েডের ১৭ রানের ভর করে ২০১ রানের বিশাল পুঁজি পায় অজিরা। লক্ষ্যে ব্যাট করতে নেমে জবাবটা ভালোই দেয় ইংলিশরা।
ওপেনিং জুটিতেই ৭৩ রান তোলে সল্ট ও বাটলার। তবে এরপর ১২৮ রান তুলতেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড।
শেষ দিকে মইন আলী ২৫ ও ১৫ রানে লিভিংস্টন আউট হলে বাটলারের দল থেমে যায় ১৬৫ রানে। অজিদের হয়ে জাম্পা ও কামিন্স ২টি করে উইকেট নেন।