বাজেট ২০২৪-২৫ , বাজেটের সংবাদ
অর্থনীতি

পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ প্রায় ৮৩ হাজার কোটি টাকা

নতুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে ৮২ হাজার ৯১৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে নতুন এ বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

নতুন অর্থবছরের বাজেটে পরিবহন ও যোগাযোগের খাতের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৩৮ হাজার ১৪৩ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ে ১৮ হাজার ৭২ কোটি টাকা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের জন্য ১১ হাজার ২৭০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ৫ হাজার ৬৯৫ কোটি টাকা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ২ হাজার ৪২০ কোটি টাকা এবং সেতু বিভাগ ৭ হাজার ৩১৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর