বাজেটের সংবাদ
বাজেট ২০২৪-২৫

সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু হয়েছে। বিকেল ৩ টার দিকে সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এর আগে বিকেল তিনটায় শুরু হয় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট আধিবেশন। এর কিছুক্ষণ আগে মেরুন রঙের ব্রিফকেস নিয়ে বাজেট অধিবেশনে যোগ দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপর স্পিকারের অনুমতি নিয়ে সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ (বৃহস্পতিবার, ৬ জুন) বেলা বারোটায় জাতীয় সংসদ সচিবালয়ে বাজেট সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এবারের বাজেটের প্রতিপাদ্য 'সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার'। এটি আবুল হাসান মাহমুদ আলী'র প্রথম বাজেট।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর