উত্তর প্রদেশের আমেথিতে এবার দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে হেভিওয়েট প্রার্থী স্মৃতি ইরানিকে হারিয়েছেন কংগ্রেস নেতা কিশোরী লাল শর্মা।
২০১৯ সালে কংগ্রেসের সুরক্ষিত দুর্গ খ্যাত আমেথিতে রাহুল গান্ধীকে হারিয়ে চমকে দিয়েছিলেন তিনি। ওই পরাজয়ের পর এবারের নির্বাচনে আমেথি থেকে ভোটে দাঁড়াননি রাহুল।
স্মৃতির পরাজয়ে ফল ঘোষণার পর আমেথিতে কান্নায় ভেঙে পড়েন অনেক সমর্থক। সমর্থকদের উদ্দেশ্যে স্মৃতি বলেন, 'আমেথির জন্য কাজ করে যাবেন।'
১৯৯৮ সালের মিস ইন্ডিয়ার চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন স্মৃতি। রাজনীতিতে আসার আগে ছোট পর্দার তুমুল জনপ্রিয় ধারাবাহিক 'কিউ কি সাস ভি কাভি বহু থি'তে অভিনয় করে ভারতজুড়ে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী এবং ২০১৭ থেকে ২০১৮ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।