পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

'তাপপ্রবাহ নিয়ন্ত্রণে বনায়ন ও জলাশয় বাড়াতে কাজ করবে মন্ত্রণালয়'

তাপপ্রবাহ নিয়ন্ত্রণে ঢাকায় বনায়ন ও জলাশয় বাড়াতে স্থানীয় সরকার, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে পরিবেশ মন্ত্রণালয় সমন্বিত কাজ শুরু করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আজ (মঙ্গলবার, ৪ জুন) সকালে সচিবালয়ে পরিবেশ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পরিবেশ মন্ত্রী বলেন, 'ঢাকার বেশিরভাগ অংশ কংক্রিটের হওয়ায় এখন তেমনভাবে গাছ লাগানো সম্ভব হবে না। নতুন শহর পূর্বাচলকে পরিবেশবান্ধব হিসেবে তৈরি করার জন্য এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে।'

তিনি বলেন, 'বায়ু দূষণ নিয়ে মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচি শেষ হবে আগামী ৩০ জুন। এর মধ্যে ঢাকার চারপাশে ৫০০টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। বাকি উদ্যোগগুলোর বিষয়ে আগামী পহেলা জুলাই সংবাদ সম্মেলনে জানানো হবে।'

সাবের হোসেন চৌধুরী বলেন, 'এবারের ঘূর্ণিঝড় রিমালে সুন্দরবনের অবকাঠামোয় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কিছু হরিণ বন্যার পানির সাথে ভেসে গেছে। এটা প্রাথমিক হিসাব। তবে বন্যায় সুন্দরবনকে কীভাবে রক্ষা করা যায় তা নিয়ে আরও পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়।'

পরিবেশমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত উপকূলে প্রায় ৯০ হাজার হেক্টর বনায়ন বাড়ানো হয়েছে। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘গাছ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ।’

এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক বাতিল করা এবং প্লাস্টিক তৈরিতে পরিবেশবান্ধব নকশা ও ব্যবস্থা রাখতে উৎপাদকদের বাধ্য করা ও নির্দেশ অমান্যে শাস্তির আওতায় আনতে নীতিমালার খসড়া তৈরির কাজ চলছে বলেও জানান মন্ত্রী।