দেশে এখন

দুদক ও আদালত স্বাধীনভাবে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার দুনীতির বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করেছে। এর ফলে দুদক ও আদালত স্বাধীনভাবে কাজ করছে। আজ (মঙ্গলবার, ৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের 'আয়োজনে বঙ্গবন্ধু বাংলাদেশ- উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে সরকার, কেউ অন্যায় করলে দুর্নীতি করলে বিচার হয়। আর বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো।’

তিনি বলেন, ‘আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই দুদক ও আদালত স্বাধীনভাবে কাজ করে।’

মন্ত্রী বলেন, 'দেশে কোনো উন্নয়ন হলে বিএনপি-জামাত তাতে কিন্তু খুঁজে। নির্বাচনে হেরে এখন বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত।কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।'

সেমিনারে আলোচকরা বাংলাদেশ সরকারের বিভিন্ন সময়ের উন্নয়নের কথা তুলে ধরে বলেন।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর