প্রবাস

সৌদি আরবে দেশি মাছ চাষে সফলতা

মরুভূমির বুকে মাছ চাষ। শুনতে অবাক লাগলেও সৌদি আরবের রিয়াদ থেকে ১শ' কিলোমিটার দূরে আল-খারিজ শহরে তারই দেখা মেলে। আধুনিক পদ্ধতিতে সেখানে মাছ চাষ করছেন প্রবাসী বাংলাদেশিরা।

মাছের এসব ঘেরে সাধারণত তেলাপিয়া চাষ হয়ে থাকে। পাশাপাশি দেশি রুই, কাতল, সরপুঁটি মাছের চাষ করা হবে বলেও জানান উদ্যোক্তারা।

মাছ চাষীদের একজন বলেন, 'মাছের ডিম থেকে পোনা উৎপাদনে সব জায়গায় আমরা কাজ করি। মাছের ঘের আমরা সব বাঙালি কাজ করি।'

এসব মাছ স্থানীয় বাজারে বিক্রি করা হয়। আর প্রতি মাসে এখান থেকে আয় হয় প্রায় ৬ লাখ টাকা।

বিদেশের মাটিতে নিজ দেশের পদ্ধতিতে মাছ চাষের এ দৃশ্য দেখতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে খামারে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা।

ঘের দেখতে আসা একজন প্রবাসী বলেন, 'প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে নিজে দেখার জন্য এখানে এসেছি।'

আরেকজন বলেন, 'দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতে সুন্দর একটি মাছের খামার গড়ে তুলেছেন বাঙালিরা দেখে ভালো লাগছে।'

আগামী দিনগুলোতে আল-খারিজসহ সৌদি আরবে বিভিন্ন শহরে মাছের চাষাবাদ আরও বাড়বে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর