বিদেশে এখন , এশিয়া
পরিবেশ ও জলবায়ু
0

ভারতে তীব্র গরমে ২৪ ঘণ্টায় ৬১ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রাণঘাতী তাপপ্রবাহ। তীব্র গরমে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে কমপক্ষে ৬১ জনের। এ নিয়ে চলতি গ্রীষ্মে দেশটিতে গরমজনিত কারণে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো।

শুধু বিহার আর উত্তর প্রদেশেই দাবদাহে প্রাণ গেছে ৭৪ জনের। শুক্রবার বিহারে দায়িত্বরত অবস্থায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান কমপক্ষে ১০ জন নির্বাচনী কর্মকর্তা। এ নিয়ে গরমে অসুস্থ হয়ে ২৫ জন নির্বাচনী কর্মকর্তা প্রাণ হারিয়েছেন ভারতে।

গরমের জন্য বেশ কিছুদিন বন্ধ থাকার পর দেশজুড়ে স্কুল খুলে যাওয়ার কথা থাকলেও পরিকল্পনা স্থগিত করেছে তামিলনাড়ু, পুদুচেরি, তেলেঙ্গানা ও গোয়া। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, তাপপ্রবাহ বয়ে যাচ্ছে হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ, ওড়িষা, বিহার, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখান্ড, অন্ধ্র প্রদেশসহ উত্তর ভারতের বড় অংশের ওপর দিয়ে।

চলতি সপ্তাহেই ৫২.০৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে দিল্লি। দুই মাসের বেশি সময় ধরে ৪৫ ডিগ্রির ওপরে তাপমাত্রা স্থির বেশিরভাগ অঞ্চলে। দাবদাহের জন্য জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছে রাজস্থানের উচ্চ আদালত।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর