বিদেশে এখন
0

দ. কোরিয়ায় আবর্জনা ভর্তি বেলুন নিক্ষেপ উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ায় এবার আবর্জনা ভর্তি ৯০টি বড় বেলুন ফেললো উত্তর কোরিয়া। সীমান্তের দু'টি রাজ্যে নেমে এসেছে প্লাস্টিকের ব্যাগ বাঁধা এসব বেলুন।

বেলুনগুলোতে টয়লেট পেপার, কাদামাটি, ব্যাটারিসহ বিভিন্ন নোংরা বর্জ্য রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী।

এ ঘটনায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বুধবার (২৯ মে) বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। জিওঙ্গি আর গাংওন প্রদেশে পড়া বেলুনগুলো পরীক্ষা নিরীক্ষা করছে কর্তৃপক্ষ।

১৯৫০-এর দশকে কোরীয় যুদ্ধের সময় থেকেই বিরোধী পক্ষের প্রতি বার্তা দিতে বেলুন ব্যবহার করে আসছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর