দেশে এখন
0

বেনজীর আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা করবে দুদক

হাইকোর্টে আইনজীবী সাংবাদিকদের সঙ্গে আলোচনা। দুদক সনাক্ত লেনদেন যাচাই করবে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে সব অনুসন্ধান শেষ করেই মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা শেষ করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

আজ (বুধবার, ২৯ মে) দুপুরে হাইকোর্টে দুদকের এই আইনজীবী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানে দুদক তাড়াহুড়ো করবে না উল্লেখ করে খুরশিদ আলম খান বলেন, ‘তিনি এখনো আসামি হননি। আগামী ৬ তারিখ প্রটোকল নিয়ে আসবেন কিনা তা আমার জানা নেই। দুদকে যদি নির্দেশনা দেয়া হয় একটা কমিটি করতে তাহলে অবশ্যই দুদক কমিটি করবে। দুদক সেটাকে দেখভাল করবে।’

এদিকে জাতীয় পার্টির সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রীর অস্বাভাবিক ব্যাংক লেনদেন নিয়ে কাজ করছে দুদক।

এ বিষয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী বলেন, ‘কোনো সন্দেহজনক লেনদেন হয়েছে কিনা দুদক সেটি যাচাই বাছাই করবে। সন্দেহ করলেই এটা মানি লন্ডারিং হবে তা না ‘

যদি লেনদেন অপরাধলব্ধ আয় থেকে আসে তাহলে একধরনের বিচার হবে বলেও জানান খুরশিদ আলম খান।

ইএ