পরিষেবা
অর্থনীতি
0

বিটিআরসির মনিটরিংয়ে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সাইট

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের সাইটসমূহের সার্বিক অবস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানানো হয়েছে। আজ ( মঙ্গলবার, ২৮ মে) বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিআরসির নির্দেশনা মোতাবেক মোবাইল অপারেটররা বিভিন্ন জেলায় অচল সাইটসমূহের পরিসংখ্যান প্রদান করা শুরু করে। রিপোর্টিংয়ের শুরুর দিকে ভিন্ন ভিন্ন অপারেটরের ঘূর্ণিঝড় কবলিত ভিন্ন ভিন্ন জেলায় সাইটের সচল ও অচল অবস্থা উল্লেখ করে।

এতে আরও বলা হয়, একেক অপারেটরের একেক অঞ্চলে ভিন্ন সংখ্যক সাইট রয়েছে, যা ঘূর্ণিঝড়ের প্রারম্ভে বিদ্যুৎ সংযোগ ও ব্যাটারি ব্যাকআপ থাকায় সেসকল অঞ্চল রিপোর্টিংয়ে অন্তর্ভুক্ত করেনি। 

এছাড়া ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ বিভ্রাট প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকলে সারা দেশে মোবাইল অপারেটরদের সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের জন্য রিপোর্টিংয়ে সুবিধার্থে বিটিআরসি হতে পুনরায় নির্দেশনা দেয়া হয়। 

উক্ত নির্দেশনায় সকল মোবাইল অপারেটরদের তাদের ৬৪ জেলার সকল সাইট সমূহের সার্বিক পরিস্থিতি জানানোর বিষয়ে উল্লেখ করা হয়।

ইএ