পরিবেশ ও জলবায়ু
0

বিকেল নাগাদ ‘রিমাল’ ঘূর্ণিঝড়ে রূপ নেবে: আবহাওয়া অফিস

আজ (শনিবার, ২৫ মে) বিকালের দিকে গভীর নিম্নচাপটি ‘রিমাল’ ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি আরও ঘনীভূত হচ্ছে বলেও সকালে জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বাতাসের গতি হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার। এদিন বিকালে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে।

আরও জানানো হয়েছে, দুপুরের পর থেকে উপকূল অঞ্চলের জেলেদের নিরাপদ আশ্রয়ে নেয়া হবে।

এদিকে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেছেন, ‘আগামীকাল (রোববার, ২৬ মে) ঢাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব মধ্য ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি আজ সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

এসএস