চাষীরা জানিয়েছেন, এই অঞ্চলের লিচুতে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। জৈব পদ্ধতিতে চাষ করায় এবং বিষমুক্ত থাকায় ইসরাইল এ লিচু আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে।
এতে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীরা যেমন লাভের মুখ দেখবে, তেমনি অন্য চাষিরাও অতিরিক্ত লাভের আশায় ফলন চাষে আগ্রহী হবে বলে মনে করছেন এখানকার চাষীরা।
চলতি বছর রাজ্যের সব জায়গায় লক্ষ্যমাত্রার চেয়ে লিচুর উৎপাদন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের মাঝদিয়া লিচুর পাশাপাশি আমের জন্যও বিখ্যাত।
এদিকে প্রায় মাসখানেক ধরে পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেক বেড়েছে। গরমের মৌসুমে আম, জাম, লিচু কাঁঠালের উৎপাদন ভালো হয়। মূলত নদীয়ার কৃষিপ্রধান অঞ্চলগুলোর ফল ব্যবসায়ীরা বছরের অনেকটা সময় নির্ভর করেন গ্রীষ্মকালীন এই লাভজনক ফলচাষের ওপর।