অর্থনীতি

সব পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ঈদের আগে সব পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ (বৃহস্পতিবার, ২৩ মে) যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নতুন অনলাইন অ্যাপ 'স্মার্ট আরজেএসসি' শীর্ষক ওয়ার্কশপে তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, 'ঈদের আগে সব পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উদ্যোগ নেয়া হচ্ছে। সেজন্য এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে।'

তিনি বলেন, 'যেকোনো উৎসবকে কেন্দ্র করে বাজারে এক ধরনের অসাধু চক্র দাম বাড়াতে তৎপর হয়। বাজার মনিটরিংয়ের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে। আন্তমন্ত্রণালয় বৈঠকে এটা নিয়ে আলোচনা হবে।'

বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঠিক রাখতে বাজেটে যৌক্তিক ট্যারিফ রাখার প্রস্তাব করা হবে বলেও জানান আহসানুল ইসলাম টিটু।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর