ইউরোপ
বিদেশে এখন
0

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন ৪ জুলাই

আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে র সাধারণ নির্বাচন। আজ (বুধবার, ২২ মে) স্থানীয় সময় বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এ ঘোষণা দেন।

নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত আসে আগামী সপ্তাহে ভেঙ্গে দেয়া হবে পার্লামেন্ট। এর আগে নির্বাচন সম্পর্কিত বিষয়ে অনুমতি নিতে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি। ১৫ মিনিট বাকিংহাম রাজপ্রাসাদে অবস্থান করেন তিনি।

ডাউনিং স্ট্রিটের ভাষণে নিজ সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন ঋষি সুনাক। প্রধান্য পায় কোভিড মহামারি, স্বাস্থ্যখাতে ব্যয়, শরণার্থী, ইউক্রেন যুদ্ধ ও জাতীয় সুরক্ষার বিষয়।

এদিকে নির্বাচনের দিন ঘোষণার পরই বক্তব্য দিয়েছেন বিরোধী দল লেবার পার্টির প্রধান কেইর স্টারমার। জানান, সুনাক সরকারের বিশৃঙ্খলা পরিবর্তনের সুযোগ হিসেবে সামনে এসেছে নির্বাচন।

২০১৯ সালে সবশেষ নির্বাচনে জয় পায় কনজারভেটিভ পার্টি। এই মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী বদলেছে ৩ বার। জরিপ বলছে, ১৪ বছর ক্ষমতায় থাকার পর লেবার পার্টির কাছে হারের মুখোমুখি হতে পারে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।

এসএস