প্রতিমন্ত্রী জানান, কোরবানির ঈদকে ঘিরে আবার কেউ কেউ সুযোগ নিচ্ছে। তাই ঈদের স্বস্তি দিতে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা মেনে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয়।
আহসানুল ইসলাম টিটু বলেন, ‘ব্যাংক থেকে যখন আমদানিকারকরা সরকার নির্ধারিত মূল্যে ডলার পাচ্ছিল না, তখনই তারা অভিযোগ করছিল। তারা ১২০-১২২ টাকা দিয়ে ডলার কিনছিল। আর এখন সরকার সমন্বয় করার ফলে তারা সেই রেটে আমদানি করতে পারবে।'
তিনি বলেন, 'ভোজ্যতেলের কোনো দাম সমন্বয় আমরা করবো না। আমদানিকারক ও উৎপাদনকারীদের জন্য আগামী ঈদ পর্যন্ত আর নতুন করে দাম নির্ধারণ করবো না।'