কর্পোরেট

যুববান্ধব বাজেট চায় যুব ছায়া সংসদ

জাতীয় বাজেট অধিবেশনকে সামনে রেখে ‘খাদ্য ব্যবস্থাপনায় যুববান্ধব কর্মপরিকল্পনা ও সহায়ক বাজেট’ শীর্ষক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। 

বাজেটকে সামনে রেখে দেশের ৩০০ টি আসন থেকে আগত যুব প্রতিনিধিগণ বাংলাদেশ যুব ছায়া সংসদের ১৪তম অধিবেশনে তাদের মতামত, কর্মপরিকল্পনা ও সুপারিশ তুলে ধরেন।

অধিবেশনের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ বলেন, 'নীতি নৈতিকতার দিক থেকে তরুণদের সচেষ্ট থাকতে হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটি গ্রাম হবে একেকটি শহর।'

এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে ১৪তম অধিবেশন শুরু হয়। অধিবেশনে 'খাদ্য ব্যবস্থাপনায় যুববান্ধব কর্মপরিকল্পনা ও সহায়ক বাজেট' বিষয়ক প্রস্তাব উত্থাপন করেন কুষ্টিয়া ২ আসনের যুব সংসদ সদস্য উম্মে উমায়মা তারিস। এরপর অধিবেশনে সরকারি দলে বক্তব্য রাখেন সদস্যরা।

১৪তম অধিবেশনে উত্থাপিত প্রস্তাবনা সমুহ...

  • খাদ্য ব্যবস্থাপনায় যুববান্ধব বাজেট প্রণয়ন করা।
  • টেকসই খাদ্য উৎপাদনে তরুণদের জন্য বিভিন্ন কৃষি বান্ধব কর্মশালা ও গবেষণা প্রণোদনা প্রদান করতে হবে।
  • নিরাপদ ফলমূল ও শাকসবজি উৎপাদনে তরুণরা যাতে অংশ নিতে পারে তার জন্য যুব বান্ধব বাজেট প্রয়োজন।
  • নিরাপদ খাদ্য নিশ্চিতে তরুণদের প্রশিক্ষণ প্রয়োজন।
  • পরিবেশ দূষণ রোধে খাদ্য ব্যবস্থাপনায় যুব অংশগ্রহণ নিশ্চিত করতে সুনির্দিষ্ট বাজেট প্রণয়ন করা।
  • যুব উন্নয়ন কর্মপরিকল্পনায় যুবদের জন্য বরাদ্দকৃত বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
  • খাদ্য ব্যবস্থাপনায় ভিন্নমাত্রা যোগ দিতে নীতিনির্ধারণী মহলকে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
  • তরুণদের নিয়ে বাজার ব্যবস্থাপনায় বিশেষ মনিটরিং সেল ও অ্যাপ তৈরি করা।
  • কৃষিতে যুব বান্ধব বিনিয়োগ বাড়াতে হবে।
  • বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের কৃষিতে আকর্ষিত করতে কৃষি ঋণ প্রদান করা।

বিকেল ৫ টায় অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর