আজ (বৃহস্পতিবার, ১৬ মে) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো) এর মাস্টার কন্ট্রোল সেন্টারের ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এলাকা ভিত্তিক মাস্টার প্ল্যান নিয়ে কাজ হচ্ছে বলেও দাবি করে প্রতিমন্ত্রী বলেন, 'চমৎকার টিম ওয়ার্কের জন্য বিদ্যুৎ বিভাগ সবসময় এডিবিতে প্রথম দিকে থাকে।'
নসরু হামিদ বলেন, 'উন্নয়নের নামে গতানুগতিক ভবন নির্মান করায় পরিবেশের ক্ষতি হচ্ছে। একইসাথে তুলনামূলক বেশি বিদুৎ ব্যবহার হচ্ছে।'
তিনি আরও বলেন, 'এনার্জির পরিমাণ বেড়ে যাচ্ছে কস্ট এফেকটিভ হচ্ছেনা। যারা ভালো কাজ করতে চায় তাদের টিকে থাকাটা চ্যালেঞ্জের মুখে সেটা অনুভব করেই বর্তমান তরুণদের নিয়ে একটা বড় প্ল্যাটফর্ম তৈরী করার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকাভিত্তিক মাস্টার প্ল্যান ও করা হচ্ছে আর্কিটেক্টদের নিয়ে যেন সকল স্থাপনা পরিবেশবান্ধব হয়। ভবিষ্যতে আইএবির সাথে মিলে এমন আরও উদ্যোগ গ্রহণ করা হবে।'