ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪ মৌসুমজুড়ে দাপট আর্সেনাল, ম্যানসিটি আর লিভারপুলের। এই তিনটি ক্লাব এখন পর্যন্ত বিশটির বেশি ম্যাচ জিতেছে। তবে লিগের অন্তিমলগ্নে এসে শিরোপার রেস থেকে ছিটকে গেছে অল রেড শিবির। তাই পরবর্তী দুটি ম্যাচ জিতলেও লিগ টাইটেল জেতা হবে না তাদের। ৩৬ ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দলের পয়েন্ট ৭৮।
লিভারপুল শিরোপার দৌড়ে টিকে না থাকায় আর্সেনাল বা ম্যানসিটিই যে হতে যাচ্ছে এবারের মৌসুমে লিগ চ্যাম্পিয়ন, তা নিশ্চিত। গেল ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ট্রফি জয়ের আশাটা জিইয়ে রেখেছে আরতেতার দল। এ মুহুর্তে ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গানার খ্যাত দলটি। তবে একক আধিপত্যে শিরোপা জয়ের কোনো সুযোগ নেই তাদের।
লিগে আর্সেনাল নিজেদের শেষ ম্যাচে এভারটনকে হারালেও ম্যানসিটির দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। কারণ তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ম্যানসিটি। ডি ব্রুইনারা বাকি দুটি ম্যাচে পয়েন্ট হারালে ট্রফি জয়ের পথটা সহজ হবে ওডিগার্ডদের।
কিন্তু পয়েন্ট টেবিলে চোখ বুলালে হিসেব পরিস্কার, শিরোপা জয়ের সুযোগ কার্যত বেশি সিটিজেনদেরই। টানা দুটি ম্যাচ জিতলে কোনো সমীকরণের দিকে তাকাতে হবে না গার্দিওলাদের। টানা চতুর্থবারের মতো শিরোপা উৎসবে মাতবে ইংলিশ জায়ান্টরা।
চলতি লিগে চ্যাম্পিয়নদের নাম জানতে হলে ভক্তদের অপেক্ষা করতে হবে ১৯ মে অর্থাৎ মৌসুমের শেষদিন পর্যন্ত। সেদিন আর্সেনাল-ম্যানসিটি দু'দলেরই পৃথক ম্যাচ। তার আগে বুধবার (১৫ মে) টটেনহ্যামের মুখোমুখি হবে গার্দিওলার দল।