ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্বকাপের আগে বড় ধাক্কা তাসকিনের ইনজুরি

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা। দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশেরে পেসার তাসকিন আহমেদ ইনজুরির কারণে অনিশ্চিত বিশ্বকাপ দলে। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে বিসিবির চিকিৎসক জানিয়েছে, স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করছে তাসকিনের বিশ্বকাপ ভবিষ্যৎ।

সিরিজ জিতেও আনন্দ উৎস নেই ক্রিকেটারদের চোখে মুখে। কারণ বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে টাইগারদের ব্যাটিং মন ভরাতে পারেনি কারো। তবে সবার মাঝে একজন ছিলেন ভিন্ন। 

তিনি বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। গতি ঝড় ছিল সাগরিকা থেকে শের-ই বাংলায়। নিয়মিত ব্রেক থ্রু দিয়েছেন। আর সেরা উইকেট শিকারি হবার সাথে ইকনোমিতে ছিলেন দারুণ কিপটে। তাই হয়েছেন সিরিজ সেরা বলার। কিন্তু ভাগ্যদেবী বেখেয়ালি। আবারও ইনজুরিতে বিশ্বকাপ শেষের পথে স্পিড স্টারের। এমন খবরেই হয়তো তাসকিনের বাবার মন খারাপ। গণমাধ্যমে বাবার মতো তাসকিনও হয়তো মন খারাপের খবর দিতে চাননি।

বাংলাদেশ দলের পেসার তাসকিন  আহমেদ বলেন, 'একটু ব্যথা আছে। পুরো রিপোর্ট আসলে বুঝতে পারবো।'

তবে বোর্ড সভাপতি কথা স্পষ্ট সময়ের সেরা বোলারের সার্ভিস বিশ্বকাপে মিস করতে যাচ্ছে বাংলাদেশ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'আমাদের দেখতে হবে ইনজুরি কাটিয়ে উঠতে কত সময় লাগতে পারে। সাধারণত দুই থেকে তিন সপ্তাহ রেস্টে থাকবে। এর আগে কিছু করা যায় কিনা দেখবো দরকার পড়লে যুক্তরাষ্ট্রের ডাক্তারের পরামর্শ নিবো। আর যদি না হয় তাহলে অন্য সিদ্ধান্ত নিতে হবে।'

২০১৯ বিশ্বকাপে তুখোড় ফর্মে থাকার পরেও ইনজুরি কেড়ে নিয়েছিল তাসকিনের স্বপ্ন। এবারও কি তাই হবে। বিসিবির চিকিৎসক অবশ্যই অপেক্ষায় স্ক্যান রিপোর্টের।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের স্ট্রাইক বোলার ছিলেন তাসকিন। কিন্তু সেবারও হয়েছিল ইনজুরির। এবারও যদি ইনজুরি পেয়ে বসে তাসকিনকে তবে সবচেয়ে ধাক্কা টা লাগবে বাংলাদেশের পেস ইউনিটে।

ইএ