সম্মেলনের শুরুতেই ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক আবুল কাশেম ফ্লোর নিয়ে সাংবাদিকদের প্রবেশ ইস্যু বিষয়ে কথা বলেন। সে সময় তিনি কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা বহালের বিষয়টি জানানোর পর সবাই বয়কট করে নিচে নেমে যান।
আবুল কাশেম বলেন, 'দেশ স্বাধীন হওয়ার পর থেকে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে অবাধ তথ্য পেয়ে আসছে। কিন্তু কয়েকদিন ধরে তাদের ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। ইআরএফের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকে দুই দফা চিঠি দেওয়া হয়। তারপরও এ সমস্যার সমাধান না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হলো।'
এর আগে গত ২৫ এপ্রিল বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।