ব্যাংকপাড়া
অর্থনীতি
0

আবারও ভেঙে দেয়া হলো ন্যাশনাল ব্যাংকের পর্ষদ, নতুন বোর্ড গঠন

আবারও ভেঙে দেয়া হলো বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পরিচালনা পর্ষদ। সেই সঙ্গে দশ সদস্যের নতুন বোর্ড গঠন করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে খলিলুর রহমানকে।

আজ (রোববার, ৫ মে) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সন্ধ্যায় ব্যাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নতুন পরিচালনা পর্ষদের নাম প্রকাশ করেছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নতুন এই কমিটিতে পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে খলিলুর রহমান (পরিচালক ও পর্ষদের চেয়ারম্যান), মোয়াজ্জেম হোসেন (পরিচালক), লে. জে. মো. সফিকুর রহমান (অব:) (পরিচালক), মোহাম্মদ রিয়াজুল করিম (পরিচালক), এরশাদ মাহমুদ (পরিচালক), এহসানুল করিম (পরিচালক), এ কে এম তফাজ্জল হক (পরিচালক)।  

এছাড়া স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে প্রফেসর মোঃ হেলাল উদ্দীন নিজামী (স্বতন্ত্র পরিচালক), ড. রত্না দত্ত (স্বতন্ত্র পরিচালক), এ বি এম জহুরুল হুদা (স্বতন্ত্র পরিচালক)

এর আগে গত বছরের ২১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এক আদেশ জারি করে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বাতিল করেছিল।

ঋণ প্রদান, আমানত সংরক্ষণে ব্যর্থতা ও সুশাসনের ঘাটতির কারণ দেখিয়ে ওই সময় পর্ষদ বিলুপ্ত করে গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ।

সদ্য ভেঙে দেয়া পর্ষদে সাতজনকে পরিচালক ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ওই পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

পর্ষদে আরও দুজন স্বতন্ত্র পরিচালক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন। এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব পান পারভীন হক সিকদার, খলিলুর রহমান, মো. সফিকুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন।

আসু