দেশে এখন
0

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের দুই পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ (রবিবার, ৫ মে)  উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আফসার ইমন।

আহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এর আগে গত শনিবার ( ৪ মে)  রাতে একই এলাকায় মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হন। 

স্থানীয়রা বলছেন, আহতরা সবাই অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তর ওপার থেকে গরু আনতে গিয়েছিল। আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন।

এ ঘটনার পর থেকে সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইএ