এখন ভোট
দেশে এখন
0

ঝিনাইদহ-১ উপনির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন নায়েব আলী

ঝিনাইদহ

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. নায়েব আলী জোয়ার্দার‌। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য।

আজ (শনিবার, ৪ মে) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ই মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। সংসদ সদস্য হওয়ার দৌড়ে ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৫ জন নেতা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর