শিক্ষা
দেশে এখন
0

শনিবার স্কুল কলেজ ও রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়

আগামী শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজে যথারীতি শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন কোনো নির্দেশনা না আসায় রোববার (৩ মে) থেকে প্রাথমিক বিদ্যালয়ও খুলবে বলে জানা গেছে।

চলমান তাপপ্রবাহের কারণে আজ (বৃহস্পতিবার, ২ মে) পর্যন্ত দেশের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। গত ২৯ এপ্রিল বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ শিক্ষা মন্ত্রণালয়কে এ আদেশ দেন।

তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান আছে, ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলেও হাইকোর্টের আদেশে বলা হয়।

ওইদিনই শিক্ষা মন্ত্রণালয় দেশের ২৭ জেলায় পরদিন মঙ্গলবার (৩০ এপ্রিল) স্কুল, কলেজ-মাদ্রাসা বন্ধ রাখার ঘোষণা দেয়।

এদিকে একইদিন বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।

উচ্চ আদালতের ওই নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। সে হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ শনিবার (৪ মে) থেকে খোলা থাকবে।

আর প্রাথমিক পর্যায়ে যেহেতু শনিবারে স্কুল বন্ধই থাকছে এবং এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা না আসায় রোববার শুরু হবে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম।

এদিকে ঢাকার বাইরে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ায় অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার রাজধানীতে তাপমাত্রা ছিল কিছুটা নিম্নমুখী। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বৃষ্টির দেখা পাবে নগরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩-৪দিনের মধ্যেই সারা দেশজুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তাপমাত্রাও থাকবে সহনীয় পর্যায়ে।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর