ফুটবল
এখন মাঠে
0

কাভারেস্কাইয়ার বেতন তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত

দলের সেরা উইঙ্গারকে ধরে রাখতে বিশাল অঙ্কের অর্থ খরচের কথা ভাবছে ক্লাব নাপোলি। দীর্ঘ ৩৩ বছর পর ক্লাবকে সিরি আ'র শিরোপা জেতানোর অন্যতম নায়ক খিচা কাভারেস্কাইয়াকে নেয়ার কথা ভাবছে বার্সেলোনা। এমন গুঞ্জন ফুটবল পাড়ায়। যেকারনে সেরা খেলোয়াড়কে দলে রাখতে তিন গুণ বেতন বাড়ানোর পথে হাঁটবে ক্লাবটি যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৪৭ কোটি টাকা।

নাপোলির দুই স্টার ভিক্টোর ওশেনিয়া এবং খিচা কাভারেস্কাইয়া। যাদের দুর্দান্ত পারফরমেন্সে দীর্ঘ ৩৩ বছর পর ২০২৩ সালে সিরি আ'র শিরোপা জিতে নাপোলির পুনর্জাগরণ হয়েছে। ম্যারাডোনা যুগের পর সমর্থকদের আরও একবার শিরোপা উল্লাস।

চলতি মৌসুমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি দল। ৩৫ ম্যাচ খেলে ১৩ জয়ে ৫০ পয়েন্টে টেবিলের নয়ে অবস্থান দলটির।

এমন পরিস্থিতিতে গুঞ্জন সেরা দুই খেলোয়াড়কে নিতে ইউরোপের বড় দলগুলোর দর কষাকষি। বিশেষ করে জর্জিয়ান তারকা কাভারেস্কাইয়াকে নিতে পরিকল্পনা শুরু বার্সেলোনার। ইতালিয়ান ক্রীড়া সংবাদ মাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তের তথ্য বসে নেই নাপোলিও। তিনগুণ বেতন বাড়িয়ে রাখার প্রস্তুতি ক্লাবটির।

বছরে ১৫ লাখ ইউরোর বেশি বেতন খিচা কাভারাস্কেরাইয়ের। তিনগুণ বাড়িয়ে ৪০ লাখ ইউরোর কথা ভাবছে ইতালির শীর্ষ ক্লাবটি। বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়ায় ৪৭ কোটি টাকা। বিশাল অঙ্কের অর্থ দেয়ার প্রস্তাব দিলেও এখন পর্যন্ত দলের এই উইঙ্গারের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত আসেনি। তবে আগামী সপ্তাহে নাপোলির সভাপতি অরেলিও দি লরেন্তিসের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কাভারাস্কেইয়ার এজেন্ট মামুকা ইয়ুগেলির।

এ মৌসুমে ক্লাবের হয়ে ১০ গোল করেছেন তরুণ এই উইঙ্গার। পাশাপাশি নিজ দেশ জর্জিয়াকে ইউরোর চূড়ান্ত পর্বে উঠাতে রেখেছেন বড় ভূমিকা। শেষ পর্যন্ত বেতন বাড়িয়েও দলের সেরা এই উইঙ্গারকে ধরে রাখতে পারে কিনা তাই এখন দেখার অপেক্ষা।

ইএ