প্রধানমন্ত্রী বলেন, 'শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে যতবড়ই লোক হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতনামা হলেও ছাড় দেওয়া হবে না। কারও প্ররোচনায় পড়ে শ্রমিকদের মাঝে কোনো অশান্তি সৃষ্টি করা যাবে না।'
কলকারখানা মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দেওয়ার আহ্বানও জানান সরকারপ্রধান।
তিনি বলেন, 'কলকারখানা মালিকদের নিজেদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থাকে শুধু শ্রমিকদের নয়, মালিকদের অসুবিধাও দেখতে হবে।'
শ্রমিকদের জন্য আওয়ামী লীগ সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'খেটে খাওয়া মানুষের জন্যই কাজ করে আওয়ামী লীগ। শ্রমিকদের কল্যাণ করা আওয়ামী লীগের দায়িত্ব।'