আজ (মঙ্গলবার, ৩০ এপ্রিল) সচিবালয়ে মে দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম চৌধুরী বলেন, 'বাংলাদেশের শ্রমখাতে এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে শ্রমিক-মালিক সবার স্বার্থ রক্ষায় সমন্বিতভাবে কাজ করেছে মন্ত্রণালয়। শ্রম আইনের নিয়ম অনুযায়ী মালিকপক্ষ ৮ ঘণ্টার বেশি কাউকে কাজ করাতে পারবে না।
এসময় তিনি বলেন, 'কলকারখানাতে শিশুশ্রমের সুযোগ নেই। দেশে ১ লাখ ৯০ হাজার শিশুকে শিশু শ্রম থেকে ফিরিয়ে আনা হয়েছে।' এছাড়া ২০২৫ সালের মধ্যে দেশ পুরোপুরি শিশু শ্রম মুক্ত হবে বলে মন্তব্য করেন শ্রম প্রতিমন্ত্রী।