শিল্প-কারখানা
অর্থনীতি
0

শ্রমিক আইন না মানলে মামলা দায়েরসহ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল: শ্রম প্রতিমন্ত্রী

শ্রমিক আইন অবশ্যই মানতে হবে, আইন না মানলে মামলা দায়েরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সুযোগ আছে মন্ত্রণালয়ের বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

আজ (মঙ্গলবার, ৩০ এপ্রিল) সচিবালয়ে মে দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম চৌধুরী বলেন, 'বাংলাদেশের শ্রমখাতে এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে শ্রমিক-মালিক সবার স্বার্থ রক্ষায় সমন্বিতভাবে কাজ করেছে মন্ত্রণালয়। শ্রম আইনের নিয়ম অনুযায়ী মালিকপক্ষ ৮ ঘণ্টার বেশি কাউকে কাজ করাতে পারবে না।

এসময় তিনি বলেন, 'কলকারখানাতে শিশুশ্রমের সুযোগ নেই। দেশে ১ লাখ ৯০ হাজার শিশুকে শিশু শ্রম থেকে ফিরিয়ে আনা হয়েছে।' এছাড়া ২০২৫ সালের মধ্যে দেশ পুরোপুরি শিশু শ্রম মুক্ত হবে বলে মন্তব্য করেন শ্রম প্রতিমন্ত্রী।

ইএ