প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের ওয়ালপেপার যেভাবে পরিবর্তন করবেন

হোয়াটসঅ্যাপ ডিফল্টরূপে চ্যাট বক্সের জন্য একটি বেসিক ওয়ালপেপার দিয়ে থাকে। যা ব্যবহারকারীদের ইউজার ইন্টারফেসের পরিবর্তন করার সুযোগ দেয়। কোনো ব্যবহারকারী চাইলে তারা তাদের হোয়াটসঅ্যাপের চ্যাটের ওয়ালপেপার পরিবর্তন করতে পারবে এমনকি ফন্ট পরিবর্তনসহ ফন্টের সাইজ পরিবর্তন করতে পারবে তার সাথে সামঞ্জস্য রেখে। আজকে আমরা জানবো কীভাবে হোয়াটসঅ্যাপের চ্যাটের ওয়ালপেপার পরিবর্তন করা যায়।

হোয়াটসঅ্যাপ চ্যাটের ওয়ালপেপার পরিবর্তনে দুই ধরনের সুবিধা দিয়ে রেখেছে। কেউ চাইলে সব চ্যাটের জন্য ওয়ালপেপার পরিবর্তন করতে পারবে আবার শুধু নির্দিষ্ট চ্যাটের জন্য ওয়ালপেপার সেট করতে পারবে। 

চ্যাট বক্সের ওয়ালপেপার পরিবর্তনের উপায় 

প্রথমত স্মার্টফোনে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। এরপর উপরের ডান দিকে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করে সেটিংস অপশন সিলেক্ট করতে হবে। সেটিংস অপশনে ট্যাপ করার পর প্রদর্শিত চ্যাট অপশনে ট্যাপ করলে ওয়ালপেপার অপশন প্রদর্শিত হবে।

এর পর ওয়ালপেপার অপশনে ট্যাপ করলে প্রদর্শিত ওয়ালপেপার চেঞ্জ অপশন সিলেক্ট করতে হবে। পরবর্তীতে ওয়ালপেপারের জন্য ডিফল্ট ডার্ক, ব্রাইট, সলিড কালার ও মাই ফটোস থেকে ইচ্ছা অনুযায়ী অপশন সিলেক্ট করতে হবে। কেউ চাইলে হোয়াটসঅ্যাপের ডিফল্ট থিম থেকে ফটো ব্যবহার করে ওয়ালপেপার পরিবর্তন করতে পারবে। আর মাই ফটোস থেকে ওয়ালপেপার দিতে চাইলে মাই ফটোস অপশন ট্যাপ করে ফটো সিলেক্ট করে ওয়ালপেপার পরিবর্তন করতে পারবে।

এছাড়া যদি কেউ পূর্বে থেকে ডার্ক মোড থিম ব্যবহার করে থাকে তাহলে সেট করা ওয়ালপেপার লাইট মোডের মতো স্পষ্ট দেখা যেতে পারে এক্ষেত্রে ওয়ালপেপার অস্পষ্ট করতে ওয়ালপেপার ডিমমিং স্লাইডারটি ব্যবহার করে অপাসিটি কমাতে বাড়াতে পারবে।

নির্দিষ্ট চ্যাটের বক্সের ওয়ালপেপার পরিবর্তন

প্রথমত নির্দিষ্ট চ্যাট বক্সে প্রবেশ করতে হবে অর্থাৎ যে চ্যাট বক্সের ওয়ালপেপার পরিবর্তন করতে চান তা সিলেক্ট করতে হবে। এরপর উপরের ডান দিকে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করার পর প্রদর্শিত ওয়ালপেপার অপশনে ট্যাপ করতে হবে।

পরবর্তীতে ওয়ালপেপারের জন্য ডিফল্ট ডার্ক, ব্রাইট, সলিড কালার ও মাই ফটোস থেকে ইচ্ছা অনুযায়ী অপশন সিলেক্ট করার পর সেট ওয়ালপেপার ট্যাপ করলে দুইটি অপশনে প্রদর্শিত হবে যেখান থেকে ফর দিস চ্যাট অপশন সিলেক্ট করলে নিদিষ্ট চ্যাট বক্সে ওয়ালপেপার সেট হয়ে যাবে।

ইএ