ইউরোপ
বিদেশে এখন
0

ইউক্রেন ও রাশিয়ার পাল্টা-পাল্টি হামলা

জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চলছে ইউক্রেন আর রাশিয়ার হামলা-পাল্টা হামলা। ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশের জ্বালানি অবকাঠামো।

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, শনিবার দেশটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি জ্বালানি অবকাঠামো।

ভূপাতিত করা হয়েছে ৩৪টি ড্রোনের ২১টি। কয়কে মাস ধরেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। মস্কো বলছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও অস্ত্রের ভাণ্ডারেও হামলা চালানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা করেছে রাশিয়া।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর