আফ্রিকা
বিদেশে এখন
0

সুদানের ৪০ শতাংশ মানুষ খাদ্য অনিশ্চয়তায়

যুদ্ধবিধ্বস্ত সুদানের ৪০ শতাংশ মানুষ এখন চরম খাদ্য অনিশ্চয়তায় ভুগছে।

জাতিংসঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও বলছে, যেকোন সময় এই দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাত-সহিংসতায় ১৮ টি প্রদেশের মধ্যে ১১ টিও জর্জরিত।

যে কারণে কৃষিকাজ চরম মাত্রায় ব্যাহত হচ্ছে। অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ২০২৩ সালের তুলনায় চলতি বছর দেশটিতে শস্য উৎপাদন ৪৬ শতাংশ কমে গেছে। যে কারণে খাদ্যপণ্যের দর বেড়ে গেছে ৬০ শতাংশ।

চলতি বছর ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে খাদ্যপণ্যের দর। ভোগান্তিতে দেশটির ১ কোটি ৮০ লাখ মানুষ।