ক্রিকেট
এখন মাঠে
0

ডিপিএলে বিতর্কিত আউটের শিকার মুশফিক

ডিপিএলে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। মোহামেডানের বিপক্ষে বিতর্কিত আউটের পর আম্পায়ারিং নিয়ে এবার যেন ঠাট্টাই করলেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ছবিসহ মাশআল্লাহ লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া।

বৃহস্পতিবার মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে মুখোমুখি হয় মোহামেডান ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। রান তাড়া করার সময় ৩৪তম ওভারে বিতর্কিত আউটের শিকার হন প্রাইম ব্যাংক ব্যাটার মুশফিকুর রহিম।

প্রতিপক্ষের ক্রিকেটারদের উল্লাস দেখে প্রথমে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। কিন্তু সতীর্থরা ইঙ্গিত দিলে আম্পায়ারদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন তিনি। এক পর্যায়ে প্রাইম ব্যাংকের এক ক্রিকেটারকে ইশারায় সেই আউটটিকে ছয় বলতে দেখা যায়। হয়তো তাদের টিম ম্যানেজম্যান্ট ইউটিউব দেখেই বিষয়টি নিশ্চিত হয়েছিল। রিপ্লাইতে স্পষ্ট দেখা যাচ্ছিলো মোহামেডান ফিল্ডার আবু হায়দার রনির পা স্পর্শ করে সীমানার দড়ি খানিকটা সরে যায়।

বিতর্কিত এই আউট নিয়ে আম্পায়ারদের সাথে প্রথমে কথা বলতে দেখা যায় ক্রিজে থাকা ব্যাটার জাকির হাসানকে। তারপর তামিম ইকবালও কথা বলেন তাদের সাথে। এই আউটের জন্য ১০ থেকে ১২ মিনিট বন্ধ থাকে খেলা। সে সময় মোহামেডান টিম ম্যানেজম্যান্টকে ভিডিও দেখাতে থাকেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। কিন্তু তারা আউটের পক্ষেই ছিলেন। ম্যাচে কোনো থার্ড আম্পায়ার না থাকায় একরকম নিরুপায় হয়ে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়াররা। তা মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিককে।

শেষমেষ ৩১৮ রানের পাহাড়সম টার্গেটের ম্যাচটিতে ৩৩ রানে হেরে যায় মুশফিকদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সুপার লিগের এই ম্যাচটিতে হারজিত ছাপিয়ে মুশফিকের ওই আউট নিয়েই আলোচনা-সমালোচনা হচ্ছিলো ক্রিকেটপাড়ায়। প্রশ্ন উঠেছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের মান নিয়ে।

এরই মাঝে মুশফিক নিজেই তার ভেরিফাইড ফেসবুকে বিতর্কিত আউট নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। সেখানে আউটের ছবিতে আবু হায়দারের পা লাল দাগে চিহ্নিত করে ক্যাপশন লিখেছেন মাশাআল্লাহ। সঙ্গে তিনটি ইমুজিও ছিল। আর তাতে যে কেবল মুশফিকের বিরক্তিই ফুটে উঠেছে তা নয়, এ যেন ডিপিএলের আম্পায়ারিং নিয়ে মিস্টার ডিপেন্ডবলের নিরব উপহাস বা গ্রেট স্যাটায়ার।