গ্রীষ্মের তাপদাহে যখন অতিষ্ঠ সবার জীবন, ঠিক তখন ঢাকার বিভিন্ন মাঠে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ। স্বাভাবিকভাবে দেশের সর্বোচ্চ ঘরোয়া এই লিগে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। গরমের মাত্রা এমন পর্যায়ে চলে গেছে যে বাধ্য হয়ে লিগের জন্য করা হয়েছে নতুন নিয়ম। যেখানে একদিনের পরিবর্তে দলগুলোকে দেয়া হয়েছে দুইদিনের বিশ্রাম।
গরমের এই হাঁসফাঁস অবস্থার মাঝেই জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যার মধ্যে সিংহভাগ ক্রিকেটারই ডিপিএলে খেলছেন ঢাকা আবাহনীর হয়ে। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পকে সামনে রেখে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। যার মধ্যে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন।
পেসারদের না খেলালেও আবাহনীর হয়ে খেলেছেন জাতীয় দলের স্কোয়াডে থাকা নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও তানজীম সাকিব। অবশ্য দলের নিয়মিত বোলিং ইউনিট ছাড়াই ১৭১ রানের বিশাল জয় পেয়েছে আবাহনী। এই জয়ে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে গেল আকাশী-নীলের জার্সিধারীদের।
এই ম্যাচের মাধ্যমে ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে একযুগ পার করলেন অলরাউন্ডার মোসাদ্দেক সৈকত। এমন অর্জনে ম্যাচ শেষে দলের পক্ষ থেকে তাকে দেয়া হয় বিশেষ সম্মাননা। ক্লাবটির হয়েই ক্যারিয়ার শেষ করতে চান এক সময় জাতীয় দলে খেলা এই ক্রিকেটার।