১৯৭৩ সাল থেকে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ) এর সদস্য বাংলাদেশ। বৃহষ্পতিবার সকালে থাইল্যান্ডে সংস্থাটির ৮০ তম অধিবেশন যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে যুদ্ধের বিপক্ষে নিজের অবস্থান আবারো তুলে ধরেন, শেখ হাসিনা। ফিলিস্তিনসহ চলমান সব যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে, বিশ্বনেতাদের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, 'যে যুদ্ধ আর গণহত্যা ফিলিস্তিনে চলছে, এটা বন্ধ করতে হবে। যুদ্ধ কোন সমাধান দিতে পারে না, শুধু মানুষের মৃত্যু হয়। নারী, শিশুরা সবচেয়ে বেশি ভুগছে, তরুণরা জীবন দিচ্ছে। তাহলে কেন যুদ্ধ? যেখানেই যাবো, আওয়াজ তুলবো। কারণ আমার দু'টি অভিজ্ঞতা আছে। বিশ্ব নেতাদের বলছি, যুদ্ধ বন্ধ করুন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এখন ইসরাইল-ইরান কিংবা ফিলিস্তিন। কেন ফিলিস্তিনের মানুষ অধিকার পাবে না? আমাদের আওয়াজ তুলতে হবে।'
শেখ হাসিনা জানান, মিয়ানমারের রাজনৈতিক সংকটের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হচ্ছে। প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত ও মিয়ানমারের সংকট মোকাবেলায় আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান তার।
পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনএসকাপের এক্সিকিউটিভ সেক্রেটারি জেনারেল। কথা বলেন স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে।