পুঁজিবাজার
অর্থনীতি
0

টানা পতনের মুখে বেধে দেয়া হলো শেয়ারদর কমার নতুন সীমা

পুঁজিবাজারে টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের মুখে শেয়ারদর কমার নতুন সীমা বেধে দিলো নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সার্কিটব্রেকার পদ্ধতিতে একদিনে কোনো কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৩ শতাংশ কমতে পারবে।

আজ (বুধবার, ২৪ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করে বিএসইসি, যা আগামীকাল (বৃহস্পতিবার, ২৫ এপ্রিল) থেকে কার্যকর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ফ্লোর প্রাইসে থাকা ছয়টি কোম্পানি ছাড়া সকল শেয়ারের জন্য দাম কমার এ সীমা কার্যকর থাকবে। তবে দাম বাড়ার ক্ষত্রে সার্কিটব্রেকার পদ্ধতি অনুযায়ী আগের দিনের দর অনুযায়ী, পরদিন সর্বোচ্চ ১০ শতাংশ দাম বাড়ার সীমা বহাল রয়েছে।

জানুয়ারিতে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর আশানুরুপ লেনদেন না হওয়া ও ঈদের ছুটির পর ধারাবাহিক দরপতনে অনেক শেয়ার দাম হারিয়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। এমন অবস্থায় অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্থ হলে, তাদের সুরক্ষা দিতে দাম বাড়ার সীমা বহাল রেখে দাম কমার নতুন সীমা বেঁধে দিয়েছে বিএসইসি।

এখনও ফ্লোর প্রাইস থাকা ছয়টি কোম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

এসএস