অন্য সব খেলা
এখন মাঠে
0

অ্যাডিডাসের নতুন পণ্যের প্রদর্শনী

ব্যবসার প্রসারের জন্য অলিম্পিককে কাজে লাগাতে চায় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস। এজন্য প্যারিসে কয়েকজন পদকজয়ী অ্যাথলেটসহ শারীরিক প্রতিবন্ধীদের দিয়ে কিছু নতুন পণ্যের প্রদর্শনী করেছে তারা।

আসরটিকে সামনে রেখে ইতিমধ্যে পণ্যের ব্র্যান্ডিং শুরু করে দিয়েছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী বিখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস।ফ্রান্সের রাজধানী প্যারিসে কিছু নতুন জুতাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রীর প্রদর্শনী চালিয়েছে প্রতিষ্ঠানটি।

পণ্যগুলোর প্রচারণার জন্য সেখানে উপস্থিত ছিলেন অলিম্পিকে পদকজয়ী কিছু অ্যাথলেট। তাছাড়া কয়েকজন শারীরিক প্রতিবন্ধী অ্যাথলেটকেও দেখা গেছে অনুষ্ঠানে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মনে করেন, এমন প্রদর্শনী সব ধরনের খেলায় মানুষকে আগ্রহী করবে। মূলত খেলাধুলার প্রসারের জন্যই অ্যাডিডাসের এমন অভিনব উদ্যোগ।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বিজর্ন গুলডেন বলেন, 'অলিম্পিক হলো এমন একটি  ইভেন্ট যেখানে পুরো বিশ্ব একত্রিত হয়। বড়-ছোট সব ধরনের খেলাই দেখা যায় অলিম্পিক গেমসে। এজন্য প্রতিটি খেলা এবং দেশের জন্য গুরুত্ব দিয়ে আমরা পণ্য তৈরি করি।'

অ্যাডিডাসের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন পদকজয়ী অ্যাথলেট এরিয়ন কিংটন।

তিনি বলেন, 'বেশ ভালো লাগছে। দারুণ একটি অনুষ্ঠান। প্রথমবারের মতো এমন একটা অনুষ্ঠানের অংশ হলাম আমি। জুতাগুলোর প্রদর্শনী এতো সুন্দর হয়েছে যে, মানুষ এখানে তাকাবেই। তাছাড়া অ্যাথলেটরাও বেশ আগ্রহী হবে।'

সামার অলিম্পিকের মাধ্যমে অ্যাডিডাস ছাড়াও অন্যান্য ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বড় অঙ্কের অর্থ উপার্জন করবে। যা দিয়ে তারা নিজেদের পৃষ্ঠপোষকতার খরচ বহন করতে পারবে। ইতিমধ্যে অ্যাডিডাস বেশ কয়েকটি অলিম্পিক দলের জন্য জার্সি প্রস্তুত করেছে। তাছাড়া এবারের অলিম্পিকে হুইলচেয়ারে খেলবে এমন খেলোয়াড়দের জন্য বিশেষ পোশাক বাজারজাত করেছে তারা। অলিম্পিকের ৩৩ তম আসের পর্দা উঠবে আগামী ২৬ জুলাই।

ইএ