আমদানি-রপ্তানি , পরিষেবা
অর্থনীতি
0

এমভি আব্দুল্লাহ দুবাইয়ের জেটিতে ভেড়ার পর আবেগঘন মুহূর্ত

এমভি আব্দুল্লাহ জাহাজ দুবাইয়ের আল হামরিয়া বন্দরের মূল জেটিতে ভেড়ার পর এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

এস আর শিপিংয়ের সিইও মেহেরুল করিম, ও কেএসআরএমর উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জলদস্যুদের হাত থেকে বেঁচে আসায় নাবিকদের উঞ্চ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন।

এ সময় জাহাজটির ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রশিদ সিইও মেহেরুল করিমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়লে স্বান্ত্বনা দেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দূতাবাসের কনসাল জেনারেলসহ অনেকে ঐতিহাসিক এ মুহূর্তে উপস্থিত ছিলেন।

সোমবার (২২ এপ্রিল) রাত নয়টায় জাহজটি কয়লাসহ জেটিতে পৌঁছায়।

এরপর পরই কয়লা খালাস প্রক্রিয়া শুরু করে বন্দর কর্তৃপক্ষ। এর আগে গতকাল বিকাল ৫টা নাগাদ আরব আমিরাতের হামরিয়া বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। তখন জেটি খালি না থাকায় একদিন পর শুরু হয় কয়লা খালাস।

জাহাজটিতে থাকা ২৩ নাবিকের ২ জন বিমানে দেশে ফিরবেন। বাকি ২১ জন কয়লা খালাসের পর জাহাজে করে চট্টগ্রাম বন্দরে ফিরে আসবেন বলে জানায় জাহাজ মালিক কর্তৃপক্ষ কেএসআরএম গ্রুপ।

এরইমধ্যে যে ২ জন নাবিক বিমানে ফিরবেন তাদের ভিসা প্রসেসিংসহ আনুষাঙ্গিক কাজ শুরু করেছে জাহাজ মালিক প্রতিষ্ঠান। খুব শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

এর আগে মুক্তিপণ দিয়ে জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় এসে পৌঁছায়।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। এরপর তারা জাহাজটিকে দেশটির উপকূলে নিজেদের ডেরায় নিয়ে যায়। ৩২ দিন জিম্মি থাকার পর গত ১৩ এপ্রিল জাহাজটি ছাড়া পায়।

এমভি আবদুল্লাহ জাহাজে থাকা নাবিকদের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা আছেন ১১ জন। বাকিরা ফেনী, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার।