দেশে এখন
0

৩ ঘণ্টায় ৭ ইউনিটের চেষ্টায় চৌমুহনীর আগুন নিয়ন্ত্রণে

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের মসজিদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসলেও মার্কেটের বিভিন্ন দোকান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।

আজ (রোববার, ২১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

এরপর আগুনের তীব্রতা বাড়লে যোগ দেয় আরও তিনটি ইউনিট।

জানা গেছে, এটি জেলার বৃহৎ পাইকারি বাজার। স্থানীয়রা জানান, আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত ৫০টির বেশি দোকান এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, '৫টি ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোন কোন দোকান ও কয়টি দোকান পুড়েছে এবং কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া জায়নি।'

তবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।