এল ক্লাসিকো নিয়ে নতুন করে ব্যাখা দেয়ার মতো কিছুই নেই। যেকোন প্রতিযোগিতায় রিয়াল-বার্সার দ্বৈরথের উত্তাপ ছড়ায় সর্বত্র। এমনকি সেটা ফ্রেন্ডলি ম্যাচ হলেও।
বিগ ম্যাচের আগে দুই দলের সাম্প্রতিক সময়ের চিত্র অনেকটাই ভিন্ন। গেল সপ্তাহে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পরেছে বার্সা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোরা। এমন অবস্থার মধ্যেই চলতি মৌসুমের শেষবারের মতো আবারও মাঠে নামছে স্পেনের এই দুই জায়ান্ট ক্লাব।
যদিও এই ম্যাচে জয় পরাজয়ে পয়েন্ট টেবিলে কোন পরিবর্তন আসবে না। লা-লিগায় এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। অন্যদিকে দুয়ে থাকা বার্সার সমান ম্যাচে সংগ্রহ ৭০ পয়েন্ট। ফলে শেষ এল ক্লাসিকোতে জাভির দল জিতলেও তালিকার শীর্ষেই থাকবে মাদ্রিদিস্তারা। বড় ধরনের কোন অঘটন না ঘটলে ৭ ম্যাচে ৮ পয়েন্টের ব্যবধান বার্সার পক্ষে কমানো সম্ভব না বললেই চলে।
এরমধ্যে লা-লিগায় সবশেষ ২৫ ম্যাচেই অপরাজিত সাদা জার্সিধারীরা। গেল সপ্তাহে সিটিজেনদের হারানোয় বাড়তি উজ্জীবিত থাকবে দলটি। অন্যদিকে লা-লিগার আসর শুরু পর থেকেই সেরা ছন্দে নেই জাভির দল। দীর্ঘদিন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ছিল দলটি। তবে জাভি বার্সা ছাড়ার ঘোষণার পরই জেগে ওঠে রাফিনহা, গাভিরা। পিএসজির বিপক্ষে হারের আগে সবশেষ ১০ ম্যাচেই অপরাজিত ছিল দলটি। এছাড়া বার্নব্যুতে সাম্প্রতিক সমীকরণ কথা বলছে বার্সার পক্ষেই।
চলতি মৌসুমেই আপাতত কোন শিরোপারই ছোয়া হচ্ছে না বার্সালোনার। কোপা দেল রে থেকে শুরু করে সব প্রতিযোগিতা থেকেই এরই মধ্যে ছিটকে গেছে কাতালান ক্লাবটি। ফলে মৌসুমের শেষ বেলার রিয়াল বিপেক্ষ জয় কিছুটা হলেও সান্তনা এনে দেবে বার্সা সমর্থকদের।