ক্রিকেট
এখন মাঠে
0

যুক্তরাষ্ট্র ক্রিকেটের হেড কোচ হলেন স্টুয়ার্ট 'ল

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল' এবার যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পেলেন। দায়িত্ব পাওয়ার পর তার প্রথম এসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়ান এই কোচকে দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তার মাসে বেতন কেমন হবে তা ঘোষণা করেনি আমেরিকা।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক মাকির্নিরা। ২০ দলের অংশগ্রহণে মাকির্নিরাও অন্যতম।

দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের দল ঘোষণা করতে হবে ল'কে। ২৩ মে বাংলাদেশের বিপক্ষে প্রথম বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৫ ও ২৭ মে। সব কিছু ঠিক থাকলে এই সিরিজের মধ্যে দিয়ে মার্কিন অধ্যায় শুরু করবেন স্টুয়ার্ট ল'।

এর আগে বাংলাদেশ ছাড়াও, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর