আজ (বুধবার, ১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সচিব জানান, মনোনয়নপত্র জমার শেষ তারিখ আগামী ২ মে। যাচাই-বাছাই ৫ মে। এরপর ইসি যে সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে প্রার্থী আপিল করতে পারবে ৬ থেকে ৮ মে পর্যন্ত। এর পর এ আপিল নিষ্পত্তি করা হবে ৯ থেকে ১১ মের মধ্যে।
প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে ১২ মে পর্যন্ত। আর প্রতীক বরাদ্দ করা হবে পরদিন ১৩ মে।
তৃতীয় ধাপের এ নির্বাচনে ১১২টি উপজেলার মধ্যে ২১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এবং অন্য উপজেলাগুলোয় ব্যালটে ভোটগ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব।
এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ধাপের ১৬১টি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।