এখন ভোট
দেশে এখন
0

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

তৃতীয় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ মে এই ১১২টি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

আজ (বুধবার, ১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব জানান, মনোনয়নপত্র জমার শেষ তারিখ আগামী ২ মে। যাচাই-বাছাই ৫ মে। এরপর ইসি যে সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে প্রার্থী আপিল করতে পারবে ৬ থেকে ৮ মে পর্যন্ত। এর পর এ আপিল নিষ্পত্তি করা হবে ৯ থেকে ১১ মের মধ্যে।

প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে ১২ মে পর্যন্ত। আর প্রতীক বরাদ্দ করা হবে পরদিন ১৩ মে।

তৃতীয় ধাপের এ নির্বাচনে ১১২টি উপজেলার মধ্যে ২১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এবং অন্য উপজেলাগুলোয় ব্যালটে ভোটগ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব।

এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ধাপের ১৬১টি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

এসএস