'আদম সিনেমা' নির্মাণ করে আলোচনায় আসেন তরুণ এই নির্মাতা। তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিচালক বন্ধন বিশ্বাস, ডিরেক্টরস গিল্ডের নেতা কামরুজ্জামান সাগরসহ আরও অনেকে।
কামরুজ্জামান সাগর বলেন, 'আজ ভোরে বাসার নিরাপত্তারক্ষীকে ফোন করে হিরণ জানান, তিনি স্ট্রোক করেছেন। এরপর দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে নিথর অবস্থায় পাওয়া গেছে হিরণকে।'
জানা গেছে, হিরণের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে।
আবু তাওহীদ হিরণের 'আদম' সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। তার পরিচালনায় 'রং রোড' নামে একটি সিনেমার শুটিং শেষ হয়েছে। ছবিটি মুক্তির অপেক্ষায় ছিল।