প্রবাস
0

ম্যানহাটনে বাংলাদেশিদের প্রতিদিন ৫ লাখ ডলারের বেশি বাণিজ্য

পৃথিবীর বাণিজ্যিক রাজধানী খ্যাত নিউইয়র্কে পর্যটকদের আনাগোনায় জমজমাট হচ্ছে সুভিনিয়র পণ্যের ব্যবসা। যেখানে তিন শতাধিক দোকানের মধ্যে প্রায় ২শ' দোকানের মালিক বাংলাদেশি। প্রতিদিন এসব দোকানে মোট আয় ছাড়িয়ে যাচ্ছে ৫ লাখ ডলার।

নিউইয়র্কের ডাউনটাউনের ম্যানহাটনের ক্যানেল স্ট্রিট অনেকের কাছে পরিচিত চায়না টাউন নামে। কারণ বেশিরভাগ দোকানের মালিক ছিল চীনারা। দিন দিন মালিকানা পরিবর্তন হয়ে গত ৩০ বছরে বেশিরভাগ দোকানের মালিক এখন বাংলাদেশি।

ক্যানেল স্ট্রিটে এখন প্রায় দু'শর বেশি দোকানে আধিপত্য বাংলাদেশিদের। প্রতিটি দোকানে দিনে গড়ে বিক্রি আড়াই থেকে পাঁচ হাজার ডলার। সেই হিসাবে ম্যানহাটনে প্রতিদিন ৫ লক্ষাধিক ডলারের বাণিজ্য করে বাংলাদেশিরা।

ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজুল কাদির লস্কর মিঠু বলেন, 'প্রতিদিন ছোট বড় সব দোকান মিলিয়ে আমাদের প্রায় দুই হাজার থেকে পাঁচ হাজার ডলার বিক্রি হয়। এখানে বাংলাদেশ থেকে যারা আসে তাদের কর্মসংস্থান করে দিতে পারি।'

এখানে সুলভ মূল্যে পাওয়া যায় স্ট্যাচু অফ লিবার্টি, আই লাভ নিউইয়র্ক টি শার্ট, মগ, কলম, নিউইয়র্কের ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি ক্যাব, ক্যাপ, শীতের কাপড় ও পারফিউমসহ নানা ধরনের পণ্য। এজন্যই ক্রেতারা এখান থেকে উপহার সামগ্রী কিনে থাকেন।

বিশ্বের প্রায় সব দেশ থেকে পর্যটক আসেন যুক্তরাষ্ট্রে। যারা নিউইয়র্কে আসেন তারা একবার হলেও ঘুরে যান এই ক্যানাল স্ট্রিট। কেনাবেচার সময় বাংলাদেশিদের আলাপচারিতায় মুগ্ধ হন নানা দেশের মানুষ। ছড়িয়ে পড়ছে বাংলাদেশের সুনাম।

নিউইয়র্কের ডাউনটাউন ম্যানহাটনের মত যুক্তরাষ্ট্রের সব অঞ্চলেই বাংলাদেশি ব্যবসায়ীদের আরও উন্নতি হবে- সেই প্রত্যাশা অভিবাসীদের।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর
বাইডেন প্রশাসনের সঙ্গে ট্রাম্পের ট্রানজিশন টিমের সমঝোতা স্মারকে সই

থ্যাঙ্কসগিভিং ডে ঘিরে যুক্তরাষ্ট্রে বেড়েছে ভ্রমণপিপাসুদের আনাগোনা

ঘুষ কেলেঙ্কারিতে অনিশ্চয়তায় আদানির শত-কোটি ডলারের বিদেশি বিনিয়োগ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের কয়েকটি দেশ

ইসরাইলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হিজবুল্লাহর

ঘুষ কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রের পর বিভিন্ন দেশে ঝড়ের মুখে আদানি গ্রুপ

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া-জাপানের যৌথ মহড়ায় চাপে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক অপরাধ আদালত ইহুদি বিদ্বেষী: বেনইয়ামিন নেতানিয়াহু

সাইক্লোন বোম্বের আঘাতে ওয়াশিংটনে দু'জনের মৃত্যু

অভিযোগ দায়েরের পর আদানি গ্রুপের শেয়ার দর কমেছে

যুক্তরাষ্ট্রের প্রশাসনিক দপ্তরে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো