মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ধ্বংসপ্রায় মসজিদে ফিলিস্তিনিদের ঈদের জামাত

বিশ্বের অনেক দেশেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায়ও আজ (বুধবার, ১০ এপ্রিল) ঈদ। তবে নেই ঈদের আনন্দ, আছে ধ্বংসস্তুপের মাঝে প্রিয়জন হারানোর বেদনা আর খাদ্যের জন্য হাহাকার।

গাজার বেশিরভাগ মসজিদই ইসরাইলের হামলায় ধ্বংসপ্রায়। তবে এসব মসজিদেই ঈদের জামাত আদায় করছেন ফিলিস্তিনিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, রাফাহ শহরের আল ফারুক মসজিদের ধ্বংসাবশেষে ঈদের জামাত আদায় করেছেন ফিলিস্তিনিরা। এমন ছবিও এসেছে সংবাদমাধ্যমে।

এদিকে ঈদের দিনেও গাজার আকাশে ইসরাইলি ড্রোন উড়তে দেখা গেছে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে গাজার কয়েকটি আবাসিক ভবন ও নুসেইরাত শরনার্থী শিবির লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এতে চারশিশুসহ ১৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর