ছাড়
বাজার
0

ঈদ ঘিরে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা

ঈদকে কেন্দ্র করে বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা। টিভি, রেফ্রিজারেটর ও টেলিভিশনের জন্য ক্রেতাদের প্রথম পছন্দ দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। সিলেট নগরীর ওয়ালটন প্লাজাগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। গ্রাহকদের সাধ্যের কথা বিবেচনা করে নানা অফার দিচ্ছে কোম্পানিটি।

পীরমহল্লার বাসিন্দা তানভীর আহমদ। নগরীর সুবিদবাজার এলাকায় ওয়াল্টন প্লাজা শোরুম থেকে রেফ্রিজারেটর কিনতে এসেছেন ব্যবসায়ীক কাজে। ইলেকট্রনিক্স পণ্য কিনতে তানভীরের মত ভিড় জমাচ্ছেন অন্য ক্রেতারাও। চাহিদা অনুযায়ী ওয়ালটনে মিলছে নতুন ফিচারের সাশ্রয়ী এসি, টিভি, ওভেন ছাড়াও নানা পণ্য।

ক্রেতারা বলেন, 'অফার শুনে দোকানের জন্য একটা ফ্রিজ কিনতে আসছি।'

আরেকজন বলেন, 'দেশীয় পণ্য হিসেবে ওয়ালটনের পণ্যের গুণগত মান ভালো। আগে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছিলাম।'

ওয়াল্টন শোরুমে গতবারের মতো এবারও চলছে ব্যাতিক্রমী ননস্টপ মিলিয়নিয়ার অফার। পছন্দের পণ্য ক্রয়ের সাথে ক্রেতারা পাচ্ছেন মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। এছাড়াও হট সেল অফারে স্মার্ট টিভিতে মিলছে ১০% পর্যন্ত ডিসকাউন্ট। ৮১ টি সার্ভিসপয়েন্ট থাকায় দেশের একপ্রান্তে পণ্যের সমস্যায় রয়েছে অন্যপ্রান্তে পরিবর্তনের সুযোগ।

সুবিদবাজার শাখা ওয়াল্টন প্লাজার ম্যানেজার মো. জাকির হোসাইন বলেন, 'ওয়ালটন জনপ্রিয় হওয়ার পিছনে রয়েছে সার্ভিসিং। কাস্টমারের কোনো পণ্য নষ্ট হলে তা হোম সার্ভিসের মাধ্যমে ঠিক করে দিয়ে আসা হয়।'

বর্তমানে ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতা চাহিদায় এগিয়ে ওয়ালটন ব্র্যান্ড। বিশ্ববাজারে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের প্রায় ৪০টি দেশে।

ইএ