এক সময়কার দাপুটে ক্লাব আথলেটিক বিলবাওয়ের শিরোপা জেতা যেন অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ৪০ বছর পর সেই অসাধ্যকে সাধন করলেন ক্লাবটির ফুটবলাররা। কোপা দেল রের ফাইনাল জিতে শিরোপা উল্লাসে মেতেছেন তারা।
মায়োর্কার বিপক্ষে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল বিলবাওয়ের ফুটবলাররা। দাপট দেখাতে থাকলেও ২১তম মিনিটে গোল হজম করে বসে ১২৫ বছর বয়সী ক্লাবটি। মায়োর্কার হয়ে গোল করেন দানি রদ্রিগেস।
একাধিক সুযোগ সৃষ্টি করলেও প্রথমার্ধ্বে গোল শোধ দিতে পারেনি ভালভার্দে শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে সমতা আনতে সময় লাগেনি তাদের। ৫০তম মিনিটে বিলবাওয়ের হয়ে গোল করেন ওইয়ান সানসেট।
সমতা আনার পর ব্যবধান বাড়াতে প্রাণপন চেষ্টা করতে থাকে আথলেটিক বিলবাও। তুলনামূলকভাবে প্রথমার্ধ্বের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশি সুযোগ তৈরি করে ক্লাবটির ফুটবলাররা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে মায়োর্কার রক্ষণ দুর্গ ভেদ করতে পারেনি। মূলত দলটির রক্ষণভাগ বিলবাওয়ের একের পর এক আক্রমণ প্রতিহত করায় নির্ধারিত সময়ে ফলাফলের নিষ্পত্তি ঘটেনি।
অতিরিক্ত সময়ে হারজিত নিশ্চিত না হওয়ায় নিয়মানুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তখন ভক্তদের মনে হয়তো শঙ্কা জেগেছিল। কারণ এর আগে ছয়টি ফাইনালে হতাশা সঙ্গী হয়েছিল তাদের। কিন্তু এবার বিলবাও সমর্থকদের হৃদয় ভাঙেননি ফুটবলাররা।
চার শটের চারটিতে গোল করে ভালভার্দের ছাত্ররা। বিপরীতে দুইবার নিশানার দেখা পায় মায়োর্কা। এতেই শিরোপা খরা ঘুচে যায় বিলবাওয়ের। এটি তাদের ২৪তম শিরোপা। যা কোপা দেল রে তে দ্বিতীয় সর্বোচ্চ। এখানে সবচেয়ে বেশি ৩১ টি শিরোপা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার।