ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তানের নতুন কোচ কারস্টেন ও গিলেস্পি

ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো গ্যারি কারস্টেনকে জাতীয় দলের কোচ করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকেও কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি।

দল হিসেবে পাকিস্তান ক্রিকেট দল যতটা আনপ্রেডিক্টেবল, কোচ নিয়োগেও নাটকীয়তার শেষ নেই পিসিবির। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর কোচিং প্যানেলে থাকা মিকি আর্থার, গ্র্যান্ড ব্র্যাডবার্ন ও অ্যান্ড্রু পুটিককে জাতীয় দল থেকে সরিয়ে একাডেমির দায়িত্ব দেওয়া হয়।

যদিও পরে তাদের কেউ সেই পদে থাকেননি। এরপরই নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পিসিবি।

১৫ এপ্রিল আবেদনের শেষ তারিখ হলেও পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের দাবি, কারস্টেন ও গিলেস্পিকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। কারস্টেন দায়িত্ব সামলাবেন সাদা বলের আর গিলেস্পি লাল বলের।

ইএ